• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ১২:১৮ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৪, ২০২২, ১২:১৮ এএম

ভারতে ইলিশ রফতানির মেয়াদ বাড়ল

ভারতে ইলিশ রফতানির মেয়াদ বাড়ল
ফাইল ফটো

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির মেয়াদ আরও বাড়ানো হয়েছে।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুমোদন থাকলেও এখন ৫ অক্টোবর (বুধবার) পর্যন্ত বাড়ানো হয়েছে। 

সোমবার (৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

গত ৫ সেপ্টেম্বর ভারতে ইলিশ রফতানি শুরু হয় এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রফতানির অনুমোদন ছিল। বাণিজ্য মন্ত্রণালয় আরও ৮টি প্রতিষ্ঠানকে নতুন করে ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে এবং রফতানির সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে।

গত বছর দুর্গাপূজায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সংকটের কারণে মাত্র ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রফতানি হয়েছিল।

জাগরণ/অর্থনীতি/এসএসকে