• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৮, ০৯:৪৪ এএম

ভিকারুননিসার নতুন অধ্যক্ষ হাসিনা বেগম

ভিকারুননিসার নতুন অধ্যক্ষ হাসিনা বেগম

 

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগম।  পাশাপাশি প্রভাতী শাখার প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে মহসিন তালুকদারকে।

শুক্রবার ( ৭নভেম্বর) রাতে এ তথ্য জানান গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার।

নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার পর শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশে অধ্যক্ষ, প্রভাতী শাখার প্রধান ও এক শ্রেণি শিক্ষককে বরখাস্ত করা হয়। ফলে স্কুলের দুটি পদ শূণ্য হয়। 

গত রোববার (২ ডিসেম্বর) পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করে অরিত্রী  নকল করেছেন বলে অভিযোগ আনে ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় সোমবার (৩ ডিসেম্বর) তার বাবাকে ডেকে এনে অপমান করা হয়।  পরে বাবার অপমান সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী। 

এ ঘটনায় মঙ্গলবার (০৪ ডিসেম্বর) রাতে রাজধানীর পল্টন থানায় ‘আত্মহত্যার প্ররোচণাকারী’ হিসেবে তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন অরিত্রীর বাবা।  মামলার আসামিরা হচ্ছেন-অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনা।  বর্তমানে মামলায় গ্রেফতার শ্রেণি শিক্ষক হাসনা হেনা কারাগারে রয়েছেন। 

এএস/জেডএস