• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২১, ২০২০, ১০:২৯ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২১, ২০২০, ১০:২৯ এএম

রাজধানীতে জাল নোটসহ আটক ২

রাজধানীতে জাল নোটসহ আটক ২

কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকা বাজারে ছড়িয়ে দেয়ার পরিকল্পনাকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বড় মগবাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে আটক দুজন হলো- রিফাত ও পলাশ। র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকার চাহিদা বেড়েছে। বিশেষ করে খুচরা ব্যবসায়ীরাও এখন জাল টাকা সহজে বাজারে চালিয়ে দিতে পারছে। এজন্য টাকা তৈরিও বেড়েছে। দিনরাত টাকা ছাপানোর কাজ চলছিল। চক্রের নিজস্ব কিছু পাইকারি জাল কারবারি আছে। যারা মাঠ পর্যায়ে রয়েছে তারা সহজেই এসব টাকা বাজারে বিক্রি করতে পারে।

তিনি আরো বলেন, সবচেয়ে আতঙ্কের বিষয় হলো- গত সপ্তাহে চক্রটি ৭০ লাখ টাকার জাল নোট বাজারে ছেড়েছে। আমরা যে দু’জনকে আটক করেছি, তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। তারা কোথায় কার কাছে টাকা দিয়েছে তা উদ্ধারের চেষ্টা চলছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন