• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৭, ২০১৯, ০৪:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৭, ২০১৯, ০৪:১৫ পিএম

‘অকার্যকর পরিস্থিতি বানাতে গুজব ছড়ানো হচ্ছে’

‘অকার্যকর পরিস্থিতি বানাতে গুজব ছড়ানো হচ্ছে’
আসাদুজ্জামান খাঁন কামাল - ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অকার্যকর পরিস্থিতি বানাতে গুজব ছড়ানো হচ্ছে, গুজবের সঙ্গে বাস্তবতার ভিত্তি নেই। ছেলেধরার নামে নিরীহ মানুষকে খুন করা হচ্ছে। তবে এসবের সঙ্গে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হচ্ছে। 

শনিবার (২৭ জুলাই) মগবাজারে শেরেবাংলা নগর স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি গুজবের সঙ্গে সম্পৃক্ত হলেই ব্যবস্থা নেয়া হবে জানিয়ে জনগণকে নিজের হাতে আইন তুলে না নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে আইএস বলতে কিছু নেই। এদেশের জঙ্গিরাই মাঝে মাঝে আইএস নামে আত্মপ্রকাশ করতে চাইছে।  

জেড এইচ

আরও পড়ুন