• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৫, ২০১৯, ০৬:১১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৫, ২০১৯, ০৬:১১ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ

এডিস মশা আরও বাড়বে 

এডিস মশা আরও বাড়বে 

বর্ষা শুরুর আগে রাজধানীতে এডিস মশার ঘনত্ব ছিল ৩৬, যা বেড়ে বর্তমানে ঠেকেছে প্রায় ৪৯০-এ। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা পরিচালিত সর্বশেষ জরিপে উঠে এসেছে এই তথ্য।

এডিস মশার অবস্থা জানতে প্রতি বছর বর্ষার আগে, ভরা বর্ষায় ও বর্ষার শেষে এই জরিপ পরিচালনা করা হয়। বর্ষার আগে ৩ মার্চ থেকে ১২ মার্চ প্রথম জরিপ ও ১৭ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত দ্বিতীয় জরিপ পরিচালিত হয়। উভয় জরিপে ঢাকা দুই সিটির ৯৮টি ওয়ার্ডের ১০০টি স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

জরিপ অনুযায়ী- এডিস মশার লার্ভার ঘনত্বও তুলনামূলকভাবে অনেক বেশি। এর প্রভাবে ঢাকায় মশার সংখ্যা আরও বাড়বে।

প্রথম জরিপের মতো দ্বিতীয় জরিপেও দেখা যায়- এডিস মশার লার্ভা পরিত্যক্ত টায়ারে জমে থাকা পানিতে, প্লাস্টিকের ড্রামে, বালতি, খোলা ট্যাংক ও ফুলের টবে জন্মাচ্ছে। 

স্বাস্থ্য অধিদপ্তর এখন পর্যন্ত এ জরিপের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। 

আরএম/ এফসি

আরও পড়ুন