• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১, ২০১৯, ০৬:১৪ পিএম

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বৃদ্ধির দাবি

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বৃদ্ধির দাবি

 

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র পরিষদ। পাশাপাশি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরির চাকরিতে অভিজ্ঞতার আলোকে অবসরের বয়সসীমা ৫৯ বছর করার দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে এ দাবি জানানো হয়। বাংলাদেশ ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন রাজু বলেন, উচ্চশিক্ষিত তরুণ ও যুবসমাজ আজ সর্বোচ্চ শিক্ষা শেষে পরিবার, সমাজ ও দেশের সম্পদ হওয়ার পরিবর্তে বোঝা হয়ে পড়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেলিম বলেন, উন্নত বিশ্বে তাদের জনগণকে জনশক্তিতে রূপান্তরের ক্ষেত্রে বয়সের কোনো সীমারেখা নির্দিষ্ট করে রাখেনি। পার্শ্ববর্তী দেশসহ উন্নত দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা আমাদের দেশের তুলনায় অনেক বেশি।

এইচএম/এসএমএম