• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৯, ১১:০৫ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩, ২০১৯, ১১:০৫ এএম

তানজানিয়া যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল

তানজানিয়া যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

তানজানিয়া যাচ্ছেন দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।মেডিয়েশন এবং আইন বিষয়ক প্রথম আফ্রিকা-এশিয়া সম্মেলনে যোগ দিতে এই সফরে যাচ্ছেন তিনি। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এই জ্যেষ্ঠ আইনজীবী।

আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর তানজানিয়ার প্রশাসনিক রাজধানী দারুস সালামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) ও আই-রিজলভের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনব্যাপী সম্মেলনে আলোচক হিসেবে থাকবেন আন্তর্জাতিক আদালতের সাবেক নারী বিচারপতি জয়েস অ্যালুচ, বিমসের আন্তর্জাতিক অ্যাম্বাসেডর রিচার্ড বেনকিং, তানজানিয়ার স্কুল অব ল’র প্রিন্সিপাল জাকাইয়ো লুকুমে, ইন্ডিয়ান ইনস্টিটিউট আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশনের প্রেসিডেন্ট অনিল জাভিয়ার, ইন্টারন্যাশনাল মেডিয়েটর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কেভিন ব্রাউন, কেনিয়া হাইকোর্টের আরবিট্রেটর মার্সি ওকিরো, আন্তর্জাতিক মেডিয়েটর কে এস শর্মা, ইরাম মজিদ ও বিমসের এক্সকিউটিভ সেক্রেটারি প্রিয়াংকা চক্রবর্তী প্রমুখ।

এমএ /বিএস