• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৯, ০৫:৫২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৮, ২০১৯, ০৫:৫২ পিএম

ফখরুল-আব্বাস-গয়েশ্বরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

ফখরুল-আব্বাস-গয়েশ্বরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ
মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও গয়েশ্বর রায়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়কে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একইসঙ্গে তাদের আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। নাশকতার মামলায় এই নির্দেশ পেলেন তারা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এই আদেশ দেন।   

এর আগে বিএনপির আইন বিষয়ক সম্পাদক  কায়সার কামাল তাদের পক্ষে আগাম জামিন চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। 

আবেদনের শুনানি নিয়ে তাদের আট সপ্তাহের জামিন দেয় আদালত এবং এই সময়ে  মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।

এমএ /বিএস 
 

আরও পড়ুন