• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৮, ০৩:০৮ পিএম

ডেসটিনি চেয়ারম্যানের ৩ বছরের কারাদণ্ড

ডেসটিনি চেয়ারম্যানের ৩ বছরের কারাদণ্ড

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর করা মামলায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। ঢাকার বিশেষ আদালত- ৬ এর বিচারক মাহবুব রহমান বুধবার (১৪ নভেম্বর) এই রায় ঘোষণা করেন।
সম্পদ বিবরণী দাখিল না করার দায়ে তাকে এই দণ্ড দেয় আদালত।

আদালত থেকে বের হওয়ার পর পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে এসব তথ্য জানান।
পিপি বলেন, ৩ বছরের কারাদণ্ডের পাশাপাশি মোহাম্মদ হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত মোহাম্মদ হোসেনকে তার সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল। তবে নিদিষ্ট সময়ে হিসাব দাখিল না করায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক সালাহ উদ্দিন বাদি হয়ে রমনা থানায় একটি মামলা করেন।

ওই মামলায় ২০১৭ সালের ৬ জুন তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এ ছাড়া বিভিন্ন সময় ৫ জন মামলায় সাক্ষ্য দিয়েছেন।

মাআ/ সাইসে