৩ জেলায় পেঁয়াজের উৎপাদন বাড়াতে উদ্যোগ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯, ০৬:০০ পিএম ৩ জেলায় পেঁয়াজের উৎপাদন বাড়াতে উদ্যোগ 

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, এই মুর্হূতে পেঁয়াজ সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে এটা সত্য। তবে এ অবস্থা সাময়িক। নতুন পেঁয়াজ উঠলে বাজার স্বাভাবিক হয়ে যাবে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, পেঁয়াজের সঙ্কট কাটাতে ফরিদপুর, মেহেরপুর ও পাবনা জেলায় পেঁয়াজ উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে।পেঁয়াজ চাষিদের আর্থিক সহায়তা বা প্রণোদনা আগের চেয়ে বাড়ানোর পাশাপাশি চাষাবাদে সহায়তা দেয়া হবে। এমনকি পেঁয়াজ যাতে নষ্ট না হতে পারে, সেজন্য সংরক্ষণে সরকারের পক্ষ থেকেও নানা উদ্যোগ নেয়া হচ্ছে। পেঁয়াজ উৎপাদনে চাষিদের সম্ভাব্য সব রকম সুযোগ-সুবিধা দেবে সরকার। 

এমএএম/এসএমএম

আরও সংবাদ