• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৯, ০৪:৪১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০১৯, ০৪:৪১ পিএম

মহান মে দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন

শিশুশ্রম শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : শ্রম প্রতিমন্ত্রী 

শিশুশ্রম শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : শ্রম প্রতিমন্ত্রী 
সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান

বিশ্বের অন্যান্য দেশের মতো আগামীকাল বুধবার বাংলাদেশেও মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তিনি বলেছেন, শিশুশ্রম শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। শিশুশ্রম বন্ধে কাজ করছে সরকার। 

মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের কথা জানিয়ে মন্নুজান সুফিয়ান বলেন, দিবসটি পালনে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি নিয়েছে। এবারের এই দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’। 

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মে দিবস উদযাপন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। 

প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। কারখানা এবং শ্রমিকদের উন্নয়নে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। পোশাক শিল্পের শ্রমিকদের নতুন মজুরি (বেতন) কাঠামো ঘোষণা এবং তা বাস্তবায়নে কাজ করছে।

এমএএম/ এফসি