• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৯, ০৫:২৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০১৯, ০৫:২৬ পিএম

সোহেল তাজের ছেলের বিয়ে, দোয়া নিলেন প্রধানমন্ত্রীর

সোহেল তাজের ছেলের বিয়ে, দোয়া নিলেন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তানজিম আহমদ সোহেল তাজ ও তার ছেলে তুরাজ আহমদ তাজ (সর্ব বাঁয়ে) - ছবি : সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদ তাজের বিয়ে আগামী ৫ জুলাই। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিতে তার সঙ্গে পিতা-পুত্র সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ তথ্য জানিয়েছেন সোহেল তাজ নিজেই। 

সোহেল তাজ তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে লিখেন, ‘আমার ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের বিয়ে আগামী ৫ই জুলাই- দাওয়াত আর দোয়া নিতে আপার সাথে। ওর জন্য আপনাদের সবার দোয়া কামনা করি।’

জানা গেছে, ড. বদিউজ্জামান ভূঁইয়া ও ড. আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা লাবিবা জামানের সঙ্গে ব্যারিস্টার তুরাজ আহমদ তাজের বাগদান গত ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। লাবিবা জামান পেশায় একজন আইনজীবী। তার বাবা বদিউজ্জামান ভূঁইয়া আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন। তুরাজ তাজ সম্প্রতি লন্ডনের লিংকনস ইনন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পাস করেছেন। 

তুরাজ আহমদ তাজের মা কনকা করিম। তিনি ইংরেজি দৈনিক নিউ এজ-এর সহকারী সম্পাদক। 

তুরাজের দাদা তাজউদ্দীন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন।

এএইচএস/ এফসি