• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০১৯, ০৩:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০১৯, ০৯:৫২ পিএম

ডেমরায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ 

ডেমরায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ 

বকেয়া বেতন ভাতাসহ ৯ দফা দাবিতে রাজধানীর ডেমরা এলাকায় রাস্তা অবরোধ এবং  বিক্ষোভ করেছে পাটকল শ্রমিকরা। 

শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় ডেমরা পুরাতন সড়কের স্টাফ কোয়াটার এলাকায় রাস্তা অবরোধ করে স্থানীয় লতিফ বাওয়ানী ও করিম জুট মিলের শ্রমিকরা।  

এ সময় শ্রমিকরা ব্যানার ফেষ্টুন নিয়ে রাস্তা অবরোধ বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা স্টাফ কোয়াটার থেকে কোনাপাড়া মৃধাবাড়ি পর্যন্ত মিছিল করে। মিছিলে বিভিন্ন বয়সী নারী পুরুষদের দেখা যায়। 

মিছিল ও অবরোধের ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। এসময় বিভিন্ন পরিবহনে থাকা যাত্রীদের ভোগান্তি দেখা দেয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ডেমরা থানার ওসি ঘটনাস্থলে যান। সেখানে শ্রমিকদের দাবি পুরনের বিষয়ে সংশ্লিষ্ট জুট মিলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেয় বলে জানান ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান। 

এইচ এম/বিএস