• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২২, ২০১৯, ০৫:০৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২২, ২০১৯, ০৫:০৯ পিএম

সাবেক সংসদ সদস্য আউয়ালকে দুদকের জিজ্ঞাসাবাদ

সাবেক সংসদ সদস্য আউয়ালকে দুদকের জিজ্ঞাসাবাদ
সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়াল-ফাইল ছবি

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ মে) রাজধানীর সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমেদ রাসেল।

দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, গত ১৯ মে তাকে তলব করে নোটিশ পাঠায় অনুসন্ধান কর্মকর্তা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আউয়ালের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অবৈধভাবে সেতু-ফেরি ঘাট ইজারাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

এইচএম/এসএমএম