• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ০১:২৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০১৯, ০১:২৮ পিএম

গ্যাসের দাম বাড়ানো যৌক্তিক, সবাইকে মেনে নেয়ার আহ্বান 

গ্যাসের দাম বাড়ানো যৌক্তিক, সবাইকে মেনে নেয়ার আহ্বান 
ধানমন্ডি আওয়ামী লীগ সভাপ‌তির কার্যাল‌য়ে আয়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে ওবায়দুল কাদেরসহ অন্যরা - ছবি: জাগরণ

গ্যা‌সের দাম বৃ‌দ্ধির বিষয়‌টি মে‌নে নেয়ার জন্য সবার প্রতি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। তি‌নি ব‌লে‌ছেন, গ্যাসের দাম বাড়া‌নোর বিষ‌য়‌টি যৌক্তিক। কারণ গ্যা‌সে সরকার‌কে প্রচুর ভর্তুকি দি‌তে হয়। গ্যা‌সের দাম পুন‌র্বি‌বেচনা কর‌বে কিনা সেটা সরকা‌রের উচ্চ পর্যা‌য়ের বিষয়।
 
শুক্রবার (০৫ জুলাই) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপ‌তির কার্যাল‌য়ে আয়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবা‌বে তি‌নি এ আহ্বান জানান। 

সংবাদ সম্মেল‌নে অন্যা‌ন্যের ম‌ধ্যে সাংগঠ‌নিক সম্পাদক খা‌লিদ মাহমুদ চৌধুরী, ব্যা‌রিস্টার মহিবুল হাসান চৌধুরী নও‌ফেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সু‌জিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক ব্যা‌রিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী ক‌মি‌টির সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।
 
প্রধানমন্ত্রীর চীন সফর প্রস‌ঙ্গে এক প্র‌শ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, দুই বি‌লিয়ন প্লাস ইন‌ভে‌স্টের চু‌ক্তি তুচ্ছ ব‌লে উ‌ড়ি‌য়ে দেয়া যায় না। চীন আমা‌দের উন্নয়ন পার্টনার। তি‌নি ব‌লেন, রো‌হিঙ্গাদের বিষ‌য়ে চী‌নের প্রে‌সিডেন্ট ও প্রধানমন্ত্রীর স‌ঙ্গে কথা হ‌য়ে‌ছে। তা‌দের কাছ থে‌কে আশ্বাস পাওয়া গে‌ছে যে রো‌হিঙ্গা‌দের ফি‌রি‌য়ে নি‌তে তারা চাপ সৃ‌ষ্টি কর‌বে।
 
যুদ্ধাপরাধী‌দের সন্তানরা আওয়ামী লীগ কর‌তে পার‌বে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ বিষ‌য়ে ক‌য়েকবার ব‌লে‌ছি, আমরা কোনো কস্প্রমাইজ করবো না। যারা দ্বিধা দ্বন্দ্বে আছেন তারা আমার বক্ত‌ব্যে প‌রিস্কার ধারণা পে‌য়ে‌ছেন। 

ঢাকা মহানগর আওয়ামী লী‌গের স‌ম্মেলন প্রস‌ঙ্গে তিনি ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আগামীকাল দে‌শে ফির‌বেন। এরপর দ‌লের কার্য‌নির্বাহী ক‌মি‌টির বৈঠ‌কে বিষয়‌টি নি‌য়ে আলোচনা হ‌বে। 

এএইচএস/বিএস 
 

আরও পড়ুন