• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৭, ২০১৯, ০৬:০০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০১৯, ০৬:০৭ পিএম

প্রগতি সরণিতে ডিএনসিসির অভিযান

প্রগতি সরণিতে ডিএনসিসির অভিযান

প্রগতি সরণির কুড়িল বিশ্বরোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জুলাই) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে স্থাপিত প্রায় ২০০টি অস্থায়ী দোকান, ছাউনি, সাইনবোর্ড, দোকানের বর্ধিত অংশ, গেট, সিড়ি ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে। এতে প্রায় ২০ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তাছাড়া ডিএনসিসির ড্রেনের স্লাবগুলোকে তুলে ফেলতেও নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে, ফুটপাত ও সড়কে ব্যবহার উপযোগী নয় এমন গাড়ি ফেলে রাখার জন্য ৩টি গাড়ি শো-রুমের প্রত্যেকটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসির এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

টিএইচ /টিএফ

আরও পড়ুন