• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০৪:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০১৯, ০৪:৪৯ পিএম

গুজব মোকাবিলায় নির্মলেন্দু গুণের পরামর্শ 

গুজব মোকাবিলায় নির্মলেন্দু গুণের পরামর্শ 

গুজব মোকাবিলায় চীনা প্রতিষ্ঠান এবং ড. জামিলুর রেজা চৌধুরীর বিবৃতি গণমাধ্যমে প্রচারের পরামর্শ নিয়েছেন খ্যাতিমান কবি নির্মলেন্দু গুণ। একই সঙ্গে তিনি রাজধানীর বাড্ডা এলাকায় ছেলে ধরা সন্দেহে তাসলিমা বেগম রুনুর খুনিদের শাস্তি দাবি করে বলেছেন, একজন মানুষের জীবনের মূল্য আমার কাছে হাজারটা পদ্মাসেতুর চেয়ে বেশি।

মঙ্গলবার (২৩ জুলাই) তিনি তার ফেসবুক পোস্টে এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘পদ্মাসেতুর জন্য নরমুন্ডু চাই’--এই মারাত্মক গুজবের বিরুদ্ধে দেশের মানুষকে আশ্বস্ত করার লক্ষ্যে পদ্মাসেতু নির্মাণের কাজে নিয়োজিত চীনা প্রতিষ্ঠানের একজন পদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশের পক্ষে ড. জামিলুর রেজা চৌধুরীর একটি যৌথ বিবৃতি রেডিও, টিভি এবং পত্রিকায় প্রচার করলেও ভালো কাজ হবে বলে আমি ধারণা করি। 

সেতুর নির্মাণকাজ চালু রেখেও গুজবের বিরুদ্ধে এরকম প্রচারণা মিডিয়ায় চালু রাখা যেতে পারে।

জেড এইচ/টিএফ
 

আরও পড়ুন