• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৮, ০৫:০৯ পিএম

নির্বাচন করতে পারবেন হিরো আলম 

নির্বাচন করতে পারবেন হিরো আলম 
হিরো আলম

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার আলোচিত প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করে দেয়া নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। ফলে তিনি নির্বাচন করতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

সোমবার (১০ ডিসেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে হিরো আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী কাওছার আলী।

গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হিরো আলম। গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন মনোনয়ন অবৈধ ঘোষণার পর গত ৯ ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও হিরো আলম পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

মা আ/বিএস