• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ০১:৫১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২০, ২০১৯, ০১:৫১ পিএম

চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপি

চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপি
বিএনপির অর্থসহায়তা পাওয়া মিরপুরের চলন্তিকা ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা - ছবি : জাগরণ

রাজধানীর মিরপুরে রূপনগর এলাকায় চলন্তিকা ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এ সহায়তা করেন। 

এসময় ক্ষতিগ্রস্তদের একজন শফিকুল ইসলাম বলেন, ১০টি ঘর ছিল, সব পুড়ে শেষ। সারা জীবনের যা অর্জন, সহায়-সম্বল সব পুড়ে শেষ। স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন করছি।

ক্ষতিগ্রস্ত ফারুক হোসেন কান্নাজড়িত কণ্ঠে বললেন, পরনের কাপড়টুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সব আগুনে শেষ করে ফেলছে।

বিএনপি নেতা আমিনুল হক বলেন, বস্তিবাসীদের হাজার হাজার ঘর পুড়ে শেষ। নিম্নআয়ের এই সব মানুষের সামান্য জিনিসপত্রও তারা রক্ষা করতে পারেনি। ভয়াবহ আগুন তাদের সব কিছু কেড়ে নিয়েছে, তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহায্য করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। সামর্থ্য অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে বেশ কিছু মানুষের সাহায্য করছি।

এসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সভাপতি ফকরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দীন তুষার, স্থানীয় বিএনপি নেতা গাজী সিরাজ, হাবিবুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপি কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওসার হামিদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি রাজিব আহম্মেদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

টিএস/ এফসি

আরও পড়ুন