• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৯, ০৯:১১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৯, ২০১৯, ০৯:১৩ পিএম

লার্ভার খোঁজে ডিএসসিসির ১০৫টি বাড়িতে অভিযান

লার্ভার খোঁজে ডিএসসিসির ১০৫টি বাড়িতে অভিযান
লার্ভার সন্ধানে ডিএসসিসির অভিযান-ছবি : জাগরণ

ডেঙ্গু মশার লার্ভা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫টি মোবাইল টিম ৭টি ওয়ার্ডের মোট ১০৫টি বাড়ি পরিদর্শন করেছেন। এর মধ্যে সরকারি কোয়ার্টারসহ অফিস ও স্থাপনাও ছিল। তবে এডিস মশার কোনও লার্ভা পাওয়া যায়নি। ৪টি বাড়িতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ৩৪নং ওয়ার্ডের ১৫টি নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির আহমেদ ১নং ওয়ার্ডের ১১টি বাড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান ২৬নং ওয়ার্ডের ২০টি বাড়ি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ ৪৬ এবং ৫৪নং ওয়ার্ডের মোট ৩৫টি বাড়ি পরিদর্শন করেন।

এ সময় তারা সচেতনমূলক লিফলেট বিতরণ করেন।

টিএইচ/এসএমএম

আরও পড়ুন