• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০৮:০২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০৮:০৩ পিএম

জবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ

জবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল -ছবি : জাগরণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জবি ক্যাম্পাসে বেগম খালেদা জিয়ার নামফলক পুনরায় স্থাপনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে জবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দিতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিত্তিপ্রস্তর স্থাপনকারী নামফলকে আগামী দুই দিনের মধ্যে পুনঃরায় স্থাপন করতে হবে তা না হলে ক্যাম্পাস ধর্মঘটের মত কঠোর কর্মসূচি বিবেচনা করব। 

এ সময় উপস্থিত ছিলেন- জবি ছাত্রদলের সহ-সভাপতি এডি এম বাকির জুয়েল, মোস্তাফিজুর রহমান মিলন, রেজাউল করিম, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, ইব্রাহিম কবির মিঠু, ইমরান হোসেন পলাশ, সহ সাধারন সম্পাদক জোবায়ের আহমেদ,শফিক জামিল, ছাত্রনেতা কে এম নাহিদ হাসান, রাশেদ হাসান, আবিদ কামাল রুবেল, সুমন হোসেন, সাহাদাৎ হোসেন প্রমুখ।

একেএস
 

আরও পড়ুন