• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৯, ০৩:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১০, ২০১৯, ০৩:৫৫ পিএম

ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রলীগের শোক র‌্যালি

ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রলীগের শোক র‌্যালি
ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রলীগের শোক র‌্যালি -ছবি : জাগরণ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক র‌্যালি বের করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এই র‌্যালি বের করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে র‌্যালিটি শুরু হয়।

এ সময় র‌্যালিতে অংশগ্রহণকারীদের হাতে অপরাধীর কোনো দল নাই, বাংলাদেশ ছাত্রলীগ হত্যার রাজনীতি সমর্থন করে না, ফাহাদ হত্যাকারীদের সুষ্ঠু বিচার চাই ও বাংলাদেশ ছাত্রলীগে কোনো অপরাধীর স্থান নেই এমন প্ল্যাকার্ড দেখা যায়। এছাড়া র‌্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রলীগের সদস্য কালো ব্যাজ পরে অংশগ্রহণ করেন।

র‌্যালির শুরুতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, হত্যাকারীদের বিচার দাবিতে এবং ফাহাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই শোক র‌্যালি পালন করছি। এমন কোনো ঘটনা যেন আর না ঘটে ও আর কোনো ফাহাদ যেন হারিয়ে না যায় আমরা এ দাবিও করছি। 

এএইচএস/একেএস

আরও পড়ুন