• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৯, ০৬:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০১৯, ০৬:৩৫ পিএম

নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ

নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ

নির্মাণ শিল্পে (ইমারত) নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুজিবুল হক। বৈঠকে কমিটি সদস্য প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, ইসরাফিল আলম, নজরুল ইসলাম চৌধুরী ও শামসুন নাহার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, নির্মাণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা শেষে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে ও কর্মরত অবস্থায় ঝুঁকি হ্রাস করতে বিদ্যমান শ্রম আইন অনুসরণের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া কমিটি কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ও শ্রম অধিদফতরের কাজের গতি বাড়াতে প্রয়োজনীয় জনবল বাড়াতে সুপারিশ করেছে।

এইচএস/এসএমএম