• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯, ০৫:২৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০১৯, ০৫:২৩ পিএম

ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ মঙ্গলবার

ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিস (২১৪ নং কক্ষ) থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

সোমবার (২৮ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ বছর ‘ঘ’ ইউনিটে এক হাজার ৫৬০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৯৭ হাজার ৫০৫ জন। গত ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনিয়ম-জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনায় এবার নৈর্ব্যক্তিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও দিতে হয়েছে ভর্তিচ্ছুদের। মোট ১২০ নম্বরের মধ্যে ৭৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট এবং ৪৫ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় দেয়া হয়।

এমআইআর/টিএফ
 

আরও পড়ুন