• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ১১:১৪ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ১১:১৪ এএম

শাবি’র শীতকালীন ছুটি পিছিয়ে হল বন্ধের ঘোষণা

শাবি’র শীতকালীন ছুটি পিছিয়ে হল বন্ধের ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের শীতকালীন ছুটি পিছিয়ে ৫ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা আগে ১৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল। তাছাড়া, এসময় শিক্ষার্থীদের আবাসিক হলগুলোও বন্ধ থাকবে।

সোমবার (১৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ ক্যাম্পাসে আসবেন। এজন্য সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে শীতকালীন ছুটির পুনঃনির্ধারণ করা হয়েছে। ক্যাম্পাস তখন সিকিউরিটি ফোর্সের আওতায় চলে যাবে।

তিনি আরো বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে, পরামর্শ নিয়ে হল বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবো। তারা চাইলে তারও আগে থেকে হল বন্ধ রাখবো। এছাড়া ডিসেম্বরে শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হবে। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তরপত্র যাচাই করবেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী সেমিস্টারের ক্লাস আগামী বছর থেকে শুরু হবে।

টিএফ

আরও পড়ুন