• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ১২:০৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৭, ২০১৯, ১২:০৬ পিএম

সবার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে : প্রধানমন্ত্রী  

সবার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে : প্রধানমন্ত্রী  
প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আইন ও বিচার বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। 

শনিবার (০৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামলার রায়ের কপি ইংরেজিতে লেখার পাশাপশি বাংলায় লেখতে বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শান্তি ও উন্নয়নের জন্য নির্বাহী, আইন ও বিচার বিভাগের সমন্বয়ের বিকল্প নেই। আসামিদের কোর্টে হাজির ও হাজিরা শেষে কারাগারে নিয়ে যাওয়ার ঝুঁকি কমাতে ভার্চুয়াল কোর্ট তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, বিচারকদের নিরাপত্তার জন্য সরকার সব সময় সচেষ্ট। বিচাররকদের মান সম্মত জীবযাপনের জন্য সরকার আন্তরিত রয়েছে। তিনি এর আগে ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক সোহেল আহম্মেদ এবং জগন্নাথ পাড়ে নিহত হওয়ার বর্ণনা দেন। 

বিএস