• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০, ০৯:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৪, ২০২০, ০৯:৫৮ পিএম

রোববার সন্ধ্যায় ঢাকা ছাড়বে আরও মার্কিন নাগরিক

রোববার সন্ধ্যায় ঢাকা ছাড়বে আরও মার্কিন নাগরিক

বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন মার্কিন নাগরিক ও তাদের পরিবার ভাড়া করা বিশেষ ফ্লাইটে করে রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় নিজ দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ও ঢাকার মার্কিন দূতাবাস ওয়াশিংটনের উদ্দেশে সন্ধ্যা ৬টায় উড্ডয়ন করতে যাওয়া ফ্লাইটটির ব্যবস্থা করেছে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে।

ফ্লাইটটি প্রথমে ঢাকা থেকে কাতরের দোহায় যাবে এবং পরে তা ওয়াশিংটন ডিসি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

দোহায় যাত্রীরা উড়োহাজারের মধ্যেই অবস্থান করবেন বলে মার্কিন দূতাবাস আগেই জানিয়েছিল।

দূতাবাস আরও জানায়, এ ফ্লাইট বিনামূল্যের নয় এবং এ জন্য মার্কিন সরকারের যে খরচ হবে তা সব যাত্রীকে পরিশোধ করতে হবে।

৩০ মার্চ (সোমবার) ২৬৯ জন মার্কিন নাগরিক বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন। ইউএনবি।

এসএমএম