• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৯, ২০২০, ০৫:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৯, ২০২০, ০৫:৪০ পিএম

লাইসেন্সের মেয়াদ নেই নামকরা অনেক হাসপাতালের

লাইসেন্সের মেয়াদ নেই নামকরা অনেক হাসপাতালের

বারডেম, আইসিডিডিআরবিসহ নাম করা অনেক হাসপাতালের লাইসেন্সের শেষ হওয়ার পরও নবায়ন না করে কিভাবে চলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

বুধবার (২৯ জুলাই) দুপুরে এক রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট এমন মন্তব্য করেন।

এসময় রিটকারী আইনজীবী বলেন, দেশের তিনভাগ বেসরকারি হাসপাতালের মধ্যে দুভাগেরই লাইসেন্স নেই। তবে হাইকোর্ট পুরো বিষয়টি শুনে সংশ্লিস্ট ফোরামে আবেদন করতে বলেন।

এদিক হাইকোর্টের একই বেঞ্চ দাহ্য পদার্থ হওয়ায়, হ্যান্ড স্যানিটাইজারের গায়ে সতর্কবার্তা লেখার নির্দেশ দেন। ২ সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর করার আদেশ দেয়া হয়। 


এম