• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০১৯, ০৬:০৮ পিএম

পুরাতন ১৫ জন নতুন মন্ত্রিসভায়

পুরাতন ১৫ জন নতুন মন্ত্রিসভায়
নতুন মন্ত্রিসভায় পুরাতন যারা

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় পুরাতনদের মধ্য থেকে ১৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। 

তারা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনা মন্ত্রী থেকে অর্থমন্ত্রী হয়েছেন আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী থেকে পরিকল্পনা মন্ত্রী হয়েছেন এম এ মান্নান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন জাহিদ মালিক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন নুরুজ্জামান আহমেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন বীর বাহাদুর উ শৈ সিং, ভূমি প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন সাইফুজ্জামান চৌধুরী, মন্ত্রিসভায় ফের স্থান পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

প্রতিমন্ত্রী রয়েছেন- নসরুল হামিদ- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, শাহরিয়ার আলম-পররাষ্ট্র মন্ত্রণালয় ও জুনায়েদ আহমেদ পলক-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। 

বিএস