• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ০২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২১, ০২:৫৭ পিএম

প্রগতিশীল পাঁচ সংগঠনের বিক্ষোভ

প্রগতিশীল পাঁচ সংগঠনের বিক্ষোভ

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছে প্রগতিশীল ৫ ছাত্র সংগঠন।

শুক্রবার বেলা ১১টা থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

সমাবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার ও তিন শিক্ষককে অপসারণের নিন্দা জানান বক্তারা। তারা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা রিপন জ্যোতি চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মিতু, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলিপ রায়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা।

এছাড়া আন্দোলনে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন খুবি’র প্রাক্তন শিক্ষার্থী রাহুল বিশ্বাস।