• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১২:০৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১২:২১ পিএম

কারাগারে মুশতাকের মৃত্যুতে শাহবাগে বিক্ষোভ

কাশিমপুর কারাগারে বন্দি লেখক মুশতাক আহমেদের (৫৩) মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষাভ চলছে। প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর ডাকে এ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

বিক্ষোভে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কার্টুনিস্ট কিশোরের মুক্তি দাবি করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মৃত্যু হয় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার মুশতাক আহমেদের। ঘটনাটি গণমাধ্যম এলে রাত সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্ররা। মিছিলটি শাহবাগ ও পরীবাগ মোড় ঘুরে আবার সেখানে ফিরে আসে।

মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টায় শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদ (৫৩) বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।

আরও পড়ুন