• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১২:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০২:০৬ পিএম

মুশতাকের মৃত্যুর তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুশতাকের মৃত্যুর তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাশিমপুর কারাগারে বন্দি লেখক মুশতাক আহমেদের (৫৩) মৃত্যুর ঘটনায় তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘মৃত্যু যেভাবেই হোক, তদন্ত হবে।’

শুক্রবার দুপুরে নগরীতে চট্টগ্রাম জেলার নবনির্মিত পুলিশ সুপারের অফিস ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন বলেন, “লেখক মুশতাক আহমেদ এর আগেও তার লেখনীর মাধ্যমে দুয়েকবার আইনশৃঙ্খলা প্রতি এবং অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করায় অনেকে মামলা করেছিলেন।”

এর আগে বৃহস্পতিবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মারা যান ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার মুশতাক আহমেদ। 

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় সোয়া সাতটার দিকে মুশতাক আহমেদ কারাগারে মাথা ঘুরে পড়ে অচেতন হয়ে যান। তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে পরে অবস্থান উন্নতি না হলে দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর ৮টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন