• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২, ২০২১, ০১:০৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২, ২০২১, ০১:৩৩ পিএম

‘‍‍শিশুদের জন্য বাসযোগ্য দেশ হয়নি‍‍’

‘‍‍শিশুদের জন্য বাসযোগ্য দেশ হয়নি‍‍’

স্বাধীন বাংলাদেশ এখনো শিশুদের জন্য বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ মার্চ) বাংলাদেশ জিয়া শিশু একাডেমির ১১তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেছেন,  “স্বাধীনতার ৫০ বছর পেরোলেও শিশুদের জন্য বাসযোগ্য দেশ গড়া সম্ভব হয়নি।”

দেশের রাজনৈতিক দলাদলি আর কোন্দল এর অন্যতম কারণ বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক কোন্দলে দেশ বিভক্ত হয়ে পড়েছে। দেশের উন্নয়নে সবাই মিলে বাংলাদেশকে সত্যিকার অর্থে হাসি খেলার দেশ হিসেবে গড়ে তুলতে হবে।”

এ বিষয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।