• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২, ২০২১, ০২:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২, ২০২১, ০৩:২০ পিএম

‘নারীদের প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া উচিত’

‘নারীদের প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া উচিত’

দেশে নারীদের গাড়ি চালানোর  প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, “নারীরা সব ক্ষেত্রে অবদান রাখছে। দেশে গাড়ি চালনায় নারীদের আগ্রহ বাড়ছে। তাই নারীদের প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত।”

মঙ্গলবার (২ মার্চ) সকালে চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি অনুষ্ঠানে যুক্ত হন।

বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, “সারা দেশে বাস পরিচালনার জন্য নতুন রুট চিহ্নিত করে রুট সম্প্রসারণ করতে হবে।”

বিএনপির সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে সমালোচনা করে মন্ত্রী বলেন, “দুর্নীতির মামলার দণ্ডিত আসামিকে দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি বিএনপির অসম্মান প্রদর্শন করেছে।”

সন্ত্রাস নির্ভরতায় বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না মন্তব্য করে তিনি বলেন, “বিএনপির আন্দোলনে মানুষ এখন সাড়া দেয় না, বরং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।”