• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০১:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৪, ২০২১, ০২:২৫ পিএম

সম্পর্ক ঝালাই করতেই আসা : জয়শঙ্কর

সম্পর্ক ঝালাই করতেই আসা : জয়শঙ্কর

ঝটিকা সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকায় নেমেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের সঙ্গে  বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জয়শঙ্কর জানান, দুই দেশের সম্পর্ক ঝালাই করতেই বাংলাদেশে আসা তার।

ড. এ কে মোমেনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মোদির সফরকে কেন্দ্র করেই এই সফর। শুভাকাঙ্ক্ষী হিসেবে বাংলাদেশ ৫০ বছরপূর্তি এবং কোভিডকালীন অর্থনীতি ও দুই দেশের সম্পর্কের অনেক দিক ঝালাই করতে আমার আসা।”

জয়শঙ্কর আরও জানান, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। এ সময় তিনি উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করায় বাংলাদেশের প্রশংসা করেন।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন জানান, কোভিড ব্যবস্থাপনা, বাণিজ্য,  সীমান্ত ব্যবস্থা সব নিয়েই আলোচনা হয়েছে।

আরও পড়ুন