• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০২১, ১০:৫৬ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২১, ১১:০৯ এএম

বইমেলা বন্ধের সুপারিশ

বইমেলা বন্ধের সুপারিশ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বইমেলাসহ সব ধরনের বিনোদনকেন্দ্র ও সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বৃহস্পতিবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি থেকে এ সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধ করা দরকার। পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা সম্পর্কে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সব নির্দেশনা যাতে পালন হয় তার ব্যবস্থা নিতে হবে।
 

একই সঙ্গে দেশের হাসপাতালগুলোতে শয্যা ও আইসিইউ বাড়ানোর পরামর্শও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে করোনা সংক্রমণ ঠেকাতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। পরামর্শক কমিটি এই নির্দেশনা বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানায়।