• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১, ০২:০২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৪, ২০২১, ০২:০২ পিএম

বন্ধ থাকবে শপিংমল, কেনাকাটা অনলাইনে

বন্ধ থাকবে শপিংমল, কেনাকাটা অনলাইনে

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় আগামী এক সপ্তাহ (৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল) শপিংমল ও অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। তবে এই সময় অনলাইনে খুচরা ও পাইকারি পণ্য ক্রয়-বিক্রয় করা যাবে।

রোববার (৪ এপ্রিল) করোনার সংক্রমণ মোকাবেলায় এই নির্দেশনা জারি করে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত এই নির্দেশনায় বলা হয়, আগামী এক সপ্তাহ শপিংমলসহ অন্যান্য দোকানসমূহ বন্ধ থাকবে। তবে দোকানসমূহ পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের এর মাধ্যমে ক্রয় বিক্রয় করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই সর্বাবস্থায় কর্মচারীদের মধ্যে আবশ্যিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কোনো ক্রেতা সশরীরে যেতে পারবেন না।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জনসাধারণের সার্বিক কার্যাবলী ও চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে ১১ দফা কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। আগামী ৫ এপ্রিল (সোমবার) ভোর ৬টা থেকে ১১ এপ্রিল (রোববার) রাত ১২টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
 

আরও পড়ুন