• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ০৭:১১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০৭:১২ পিএম

‘ভাষাগত কারণে ভুল বোঝাবুঝি হয়েছে’

‘ভাষাগত কারণে ভুল বোঝাবুঝি হয়েছে’

কোয়াড নি‌য়ে করা মন্ত‌ব্যের ব্যাখ্যা দি‌য়ে‌ছেন চীনা রাষ্ট্রদূত লি জি‌মিং। বুধবার রাষ্ট্রীয় অতি‌থি ভবন পদ্মায় পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মে‌নের স‌ঙ্গে এক বৈঠ‌কে ব্যাখ্যা দেন তিনি।

চীন থে‌কে আসা টিকা হস্তান্তর অনুষ্ঠা‌নে যোগ দি‌তে পদ্মায় যান চী‌নের রাষ্ট্রদূত। অনুষ্ঠান শে‌ষে সেখানে পররাষ্ট্র স‌চি‌ব মাসুদ বিন মোমেনের স‌ঙ্গে বৈঠক হয়। এসময় পররাষ্ট্র সচিব তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এক পর্যায়ে রাষ্ট্রদূতের কাছে কোয়াডে যোগ দেওয়া নিয়ে বক্তব্যের বিষয়ে জানতে চান সচিব। এসময় চীনা রাষ্ট্রদূত জানান, দুই দেশের সম্পর্কের ক্ষতি হবে, এমন কোনো বিষয় তিনি বোঝাননি। ভাষাগত কারণে এমনটা হয়েছে।

পরে বক্তব্যটি নিশ্চিত করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের ক্ষতি হবে, এমন কোনো বিষয় তিনি বোঝাননি। ভাষাগত কারণে ভুল বোঝাবুঝি হয়েছে।”

সম্প্র‌তি কূট‌নৈ‌তিক প্র‌তি‌বেদক‌দের সংগঠন ডিকা‌বের স‌ঙ্গে মত‌বি‌নিময়কা‌লে চীনা রাষ্ট্রদূত মন্তব্য ক‌রেন, বাংলা‌দেশ কোয়া‌ডে যোগ দি‌লে চী‌নের স‌ঙ্গে বাংলা‌দে‌শের দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট ক্ষ‌তিগ্রস্ত হ‌বে।