• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৯, ০১:১৩ পিএম

‘টিআইবির প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’

‘টিআইবির প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মঙ্গলবার (১৫ জানুয়ারি) টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটিকে মনগড়া, একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, মঙ্গলবার টিআইবি নির্বাচন নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই প্রতিবেদন আর বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। যেখানে এই নির্বাচন নিয়ে বিশ্বমহল প্রশংসা করছে সেখানে টিআইবির এই প্রতিবেদন সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

এসময় মন্ত্রী বলেন, টিআইবি বিভিন্ন সময় নানা বিষয়ে তাদের গবেষণাপ্রসূত বলে প্রতিবেদন প্রকাশ করে থাকে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। অথচ আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়। মিথ্যা প্রতিবেদন প্রকাশ করার জন্য কোনো ক্ষমা চায়নি টিআইবি।

মন্ত্রী আরো বলেন, এ নির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে সেসব তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এতেই প্রমাণিত হয় টিআইবি একটি পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিবেদন তৈরি করেছে।


সাইসে