• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২১, ২০২১, ০১:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০২১, ০১:৫১ পিএম

অসুস্থ হওয়ার পর প্রথম নেত্রীকে হাসতে দেখেছি : ফখরুল

অসুস্থ হওয়ার পর প্রথম নেত্রীকে হাসতে দেখেছি : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অসুস্থ হওয়ার পর এই প্রথম নেত্রীকে হাসতে দেখেছি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

শুক্রবার (২১ মে) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল আরও বলেন, “বেগম জিয়ার শ্বাসকষ্ট নেই, তবে করোনা-পরবর্তী জটিলায় হার্ট ও কিডনি আক্রান্ত হয়েছে। এ অবস্থায় যে উন্নত চিকিৎসা প্রয়োজন, তা দেশে নেই।”

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব আরও বলেন, “বিদেশে গিয়ে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে কথা বলবেন, এই ভয় থেকেই সরকার তাকে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে দেয়নি।”

১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর আরও দুটি পরীক্ষায়ও তিনি করোনা পজিটিভ হন। চতুর্থ পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। প্রায় এক মাস ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন কোভিড-পরবর্তী নানা জটিলতায় ভুগছেন বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।