• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৮, ২০২১, ০৮:২৫ এএম
সর্বশেষ আপডেট : মে ২৮, ২০২১, ১১:৫১ এএম

স্বাস্থ্যমন্ত্রীর মা আর নেই

স্বাস্থ্যমন্ত্রীর মা আর নেই

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এ  এম জেট হাসপাতালে তার মৃত্যু হয়।

জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, মরহুমা ফৌজিয়া মালেক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছুদিন ধরে তার এজমার সমস্যা বেড়ে যায়। এর আগে তিনি করোনায় আক্রান্ত হন। 

“শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ২৪ মে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে (ফৌজিয়া মালেক)৷ অবস্থা খারাপ হলে ২৫ মে মঙ্গলবার লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।”

প্রায় দুই দশক আগে মারা যান ফৌজিয়া মালেকের স্বামী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল মালেক। তিনি মানিকগঞ্জের একসময়ের সংসদ সদস্য ছিলেন। এছাড়া এইচ এম এরশাদ সরকারের আমলে ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন।

তাদের দুই সন্তান জাহিদ মালেক ও রুবিনা হামিদ। জাহিদ মালেক এখন স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জের সংসদ সদস্য। মেয়ে রুবিনা হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।