• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৯, ০৪:২০ পিএম

মন্ত্রিসভার বৈঠক

জনবান্ধব প্রশাসন গড়ে তোলার তাগিদ প্রধানমন্ত্রীর

জনবান্ধব প্রশাসন গড়ে তোলার তাগিদ প্রধানমন্ত্রীর
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দুর্নীতি মুক্ত এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ সোমবার (২১ জানুয়ারি) দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর এ বক্তব্যের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 

এর আগে সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। 

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের উদ্দেশ্যে দুর্নীতি মুক্ত দেশ ও সমাজ প্রতিষ্ঠা এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার তাগিদ দিয়ে বক্তব্য রাখেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা পুনরায় ব্যক্ত করেন।

মোহাম্মদ শফিউল আলম জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ ভোট দিয়ে টানা তৃতীয়বারের মত নির্বাচিত করেছেন। দেশের সাধারণ মানুষের সমস্যা সমাধানে কোনভাবেই সময় ক্ষেপণ আমাদের কাঙ্ক্ষিত নয়। 

সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল আমাদের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার। এতে কাউকে ছাড় দেয়া হবে না। সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এ সময় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মন্ত্রিসভার বৈঠকে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফের মৃত্যুতে শোক প্রস্তাব নেয়া হয়। বৈঠকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

এমএম/আরআই