• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ১২:২৯ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৫, ২০২১, ১২:২৯ এএম

ঢাকার পথে মেট্রোরেলের তৃতীয় ও চতুর্থ ট্রেন সেট

ঢাকার পথে মেট্রোরেলের তৃতীয় ও চতুর্থ ট্রেন সেট
সংগৃহীত ছবি

দেশে এসেছে মেট্রোরেলের তৃতীয় ও চতুর্থ ট্রেন সেট। সেগুলো মোংলা থেকে এখন ঢাকায় আসছে। ট্রেন সেট দুটি মঙ্গলবার (২০ জুলাই) মোংলা সমুদ্রবন্দরে পৌঁছায়।

শনিবার (২৪ জুলাই) এ তথ্য জানান হয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) ফেসবুক পেজে। 

ফেসবুকে স্ট্যাটাসে বলা হয়, মেট্রোরেলের তৃতীয় ও চতুর্থ ট্রেন সেট ২২ জুন জাপানের কোবে সমুদ্র বন্দর হতে জাহাজযোগে বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০ জুলাই মোংলা বন্দরে এসে পৌঁছায় জাহাজটি। ওই দিনই উভয় মেট্রো ট্রেন সেট মোংলা বন্দরে নামানো সম্পন্ন হয়।

ডিএমটিসিএল জানায় ‘শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাদি শেষে বার্জ যোগে মেট্রো ট্রেন সেট দুটি নদী পথে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে ঢাকার উত্তরাস্থ ডিএমটিসিএল ডিপোতে এসে পৌঁছাবে।’

ঢাকায় আসার পর দুটি ট্রেনের সেট কয়েক দফা পরীক্ষার পর সংযুক্ত করা হবে। জাপান ও বাংলাদেশের বিশেষজ্ঞ কর্মকর্তারা এসব কাজ সম্পন্ন করবেন।

গত ২১ এপ্রিল মেট্রোরেলের প্রথম এক সেট ট্রেন ঢাকায় আসে। বাংলাদেশের প্রথম বিদুৎচালিত এই ট্রেন ১২ মে উত্তরা ডিপোর ভেতরে পরীক্ষামূলকভাবে ৫০০ মিটার লাইনে চালানো হয়। এরপর ১ জুন ছয় কোচের দ্বিতীয় ট্রেন সেট ঢাকায় আসে।

জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়ামকে মেট্রোরেলের জন্য মোট ২৪ সেট ট্রেন বানানোর জন্য দায়িত্ব দেয়া হয় ২০১৭ সালে।

জাগরণ/এসএসকে/এমএ