• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৮:৩১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৮:৩১ পিএম

বঙ্গভবনে সার্চ কমিটি

বঙ্গভবনে সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দিতে বঙ্গভবনে পৌঁছেছে সার্চ কমিটি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নামের তালিকা নিয়ে তারা বঙ্গভবনে যান।

সূত্র জানায়, সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে যাননি।

সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, মনোরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

এর আগে সার্চ কমিটি গণমাধ্যমকে জানিয়েছিল যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে চূড়ান্ত মনোনয়নের জন্য ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হবে।

প্রাথমিক প্রস্তাবিত ৩২২ জনের নাম সার্চ কমিটি প্রকাশ করলেও ১০ জনের তালিকা প্রকাশ করেনি কমিটি।

ইউএম