• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৯, ০৬:৫৮ পিএম

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন, সরিয়ে নেয়া হচ্ছে রোগীদের

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন, সরিয়ে নেয়া হচ্ছে রোগীদের
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন -ছবি : সংগৃহীত


রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জাগরণকে জানান, হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার স্টোর রুমে আগুন লেগেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ১৪ টি ইউনিট কাজ করছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় শেরেবাংলা নগরের এই হাসপাতালের নতুন ভবন থেকে ধোঁয়া উড়তে দেখে রোগীদের অনেকে ভয়ে বেরিয়ে আসেন। আগুন লাগার কথা শোনার পর অনেক রোগী আতঙ্কে বেরিয়ে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হাসপাতাল খেকে রোগীদে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে - ছবি : টিভি থেকে নেওয়া

সন্ধ্যা সোয়া ৭টার দিকে রোগীদের হাসপাতাল প্রাঙ্গণের মাঠে নামিয়ে আনা হয়। আইসিইউতে থাকা রোগীদের পাশের অন্য হাসপাতালে নিতেও দেখা গেছে। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপস্থিত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। যতো রোগী ছিল, তাদের সবাইকে বের করে আনা হয়েছে। আগুনে কারও হতাহতের খবর আমরা পাইনি।

আগুনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। নতুন ভবনের স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। জানা গেছে, মেডিসিন বিভাগের আট নম্বর ওয়ার্ড থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা তা নেভাতে কাজ করছেন।

আরআর/এসএমএম