• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ১০:০৮ এএম

চকবাজার থেকে প্লাস্টিক গোডাউন সরানোর দাবি এলাকাবাসীর

চকবাজার থেকে প্লাস্টিক গোডাউন সরানোর দাবি এলাকাবাসীর
প্লাস্টিক কারখানার কেমিকেল , ছবি: কাশেম হারুন

 

আগুনের ভয়াবহতা বাড়ার অন্যতম কারণ প্লাস্টিক ও কেমিকেল পণ্য। রাস্তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিকের বস্তা। গভীর রাতে ব্যবহার হয় কেমিকেলের। যার কারণে চাইলেই প্রশাসনের লোকজন এসব কেমিকেল ব্যবহারকারীদের চিহ্নিত করতে পারেনা।
 
কেমিকেল ও পারফিউমের গোডাউন থাকার কারণে চাকবাজারে লাগা দ্রুত ছড়িয়ে পড়ে। উদ্ধার কাজ পরিচালনাকারী ফায়ার সার্ভিসের পরিচালক শাকিল নেওয়াজ বলেন, কেমিকেল ও পারফিউমের গোডাউন থাকায় আগুনের তীব্রতা বেড়েছে।

স্থানীয়দের এখন একটাই দাবি তারা এসব দুর্ঘটনা আর দেখতে চান না। কেমিকেল ও প্লাস্টিকের গোডাউন সরানোরও দাবি তাদের।

চকবাজারে আগুন লেগে এ পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। 

এআই/বিএস