• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ০২:৫৩ পিএম

তদন্ত কমিটি গঠন করবে মানবাধিকার কমিশন

তদন্ত কমিটি গঠন করবে মানবাধিকার কমিশন



জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, চকবাজারের ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করবে কমিশন। আগামী সোমবার এই কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। চলতি সরকারি ছুটির শেষে অফিস খোলার পর কমিশন বৈঠকে এই কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

গণমাধ্যমকে তিনি বলেন, একের পর এক এমন ঘটনা ঘটছে। এই থেকে বের হওয়ার একটা উপায় সরকারকে বের করা উচিৎ। কারণ আবাসিক স্থানে এখানে এসব রাসায়নিকের দোকান বা গোডাউন দেয়ার সাথে স্থানীয়রাও জড়িত। তাই সবদিক বিবেচনায় সরকারকে উপায় বের করতে হবে। নিমতলী ট্রেজেডি স্মরণ করে এসব কথা বলেন চেয়ারম্যান।

তিনি বলেন, এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা আছে।  আইনও আছে। এখন দ্রুত আইনের প্রয়োগ করতে হবে।

তদন্ত কমিটির বিষয়ে তিনি বলেন, আমরা দায়িত্বশীলদের সঙ্গে কথা বলবো, স্থানীয় সরকারের ওয়ার্ড কমিশনারের সঙ্গেও কথা বলবো। সব মিলিয়ে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দেবো।

মাআ/এসএমএম