• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০১৯, ০১:২৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০১৯, ০১:২৩ পিএম

‘খালেদার প্যারোল রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়’

‘খালেদার প্যারোল রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়’
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন- ফাইল ছবি

বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মনে করেন, তার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি পাওয়া রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। রোববার (৭ এপ্রিল) কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন বহালের আদেশের পর আদালত থেকে বের হয়ে খন্দকার মাহবুব এ বিষয়ে কথা বলেন।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বারবার বলেছি, প্যারোলের বিষয়টি রাজনৈতিক বিষয়। এখানে ম্যাডাম খালেদা জিয়া প্যারোলে যাবেন কি না এবং সরকার প্যারোল দিবে কি না এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা আইনজীবী হিসেবে বলতে পারি, চিকিৎসার জন্য প্যারোলে যায়।

তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে প্যারোলে যাওয়া প্রায় দেখা যায়। আমরা চাই, তাকে আইনগতভাবে মুক্তি দেওয়া হোক।

জামিন বহালের বিষয়ে মাহবুব বলেন, আদালত সরকারের আবেদন ডিসমিস করে জামিন বহাল রেখেছে। সরকারের বাধার কারণে আইনি প্রক্রিয়ায় জামিন কঠিন হবে। এখনো তার দুটি মামলা আছে। এগুলো পেন্ডিং আছে। ইতিমধ্যে কোনো মামলা না দিলে ওই দুটি (জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট) মামলায় জামিন পেলে তিনি জেল থেকে বের হবেন।

এমএ/টিএফ