• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৯, ০১:২২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০১৯, ০৭:২৩ পিএম

খালেদার প্যারোলের বিষয়টি সরকারপন্থি মিডিয়ার প্রোপাগান্ডা : বিএনপি

খালেদার প্যারোলের বিষয়টি সরকারপন্থি মিডিয়ার প্রোপাগান্ডা : বিএনপি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির নিজভী আহমেদ

‘প্যারোলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন’-এমন সংবাদ প্রচারে উষ্মা প্রকাশ করেছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এ ধরণের সংবাদ প্রকাশ ও প্রচার সরকারপন্থি কয়েকটি মিডিয়ার মনগড়া প্রোপাগান্ডা ছাড়া আর কিছু নয়। এই প্রোপাগান্ডাগুলোর সঙ্গে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোও জড়িত।’

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ উষ্মা প্রকাশ ও অভিযোগ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
 
রিজভী আহমেদ বলেন, ‘গত কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়ায় সূত্রবিহীন একটি খবর ছড়িয়ে দেয়া হয়েছে, চার বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া প্যারোলে দেশের বাইরে চলে যাচ্ছেন। তারা তারিখও বলে দিচ্ছেন! কিন্তু বাস্তবতা হলো-বিএনপির কোনো সূত্র এমন কিছুই জানে না। অথচ সরকারপন্থি কয়েকটি মিডিয়া প্রতিদিন মনগড়া প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘দেশনেত্রী প্রচন্ড অসুস্থ। তিনি শারীরিকভাবে খুবই বিপর্যস্ত। হাত-পা নাড়তে পারছেন না। আর্থ্রাইটিসের ব্যাথার কারণে পা নাড়াতে পারছেন না। তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। গতকালও চিকিৎসকরা বলেছেন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। তা নিয়ে এই মিডিয়াগুলো নীরব। প্যারোল নিয়ে সরকারি মিশন সাকসেসফুল করার জন্য ক্ষমতাসীনরা চতুর রাজনীতিতে লিপ্ত রয়েছে। এই অবস্থায় দেশনেত্রী চাচ্ছেন তার পছন্দমতো বিশেষায়িত  হাসপাতালে চিকিৎসা নিতে। কিন্তু এই অবৈধ সরকার তার জীবন হুমকির মুখে ফেলে সুদুরপ্রসারী স্বার্থ সিদ্ধির ষড়যন্ত্র অব্যহত রেখেছে।’

রিজভী বলেন, ‘আইনজীবীরা বলেছেন, তাকে যে মিথ্যা সাজানো মামলায় সাজা দিয়ে কারাগারে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে তা সহজ জামিনযোগ্য। আইনি প্রক্রিয়ায় স্বাভাবিক পথে জামিনে মুক্তি চান তিনি। প্রধানমন্ত্রীকে বলবো- দেশনেত্রীকে নিয়ে মাইনাস ফর্মূলা বন্ধ করুন। ওয়ান ইলেভেনের সরকার মাইনাস-টু ফর্মূলা বাস্তবায়ন করতে চেয়েছিলো। কিন্তু জনগণের প্রাণপ্রিয় দেশনেত্রী খালেদা জিয়ার আপষহীন কঠোর ভূমিকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছিলো। তারা সফল হলে আজ আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। প্যারোলের নামে মাইনাস তত্ত্বের অশুভ চক্রান্ত করে লাভ হবে না। তার জামিনে আর বাধা দেবেন না। আদালতে হস্তক্ষেপ বন্ধ করুন। আদালতের উপর থেকে অবৈধ হস্তক্ষেপ বন্ধ হলেই আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন আইনি প্রক্রিয়ায় জামিনে বেরিয়ে আসবেন। আইনকে তার নিজের গতিতে চলতে দিন। অপতৎপরতা বন্ধ না করলে আখেরে আপনাদেরকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।পরের জন্য গর্ত খুড়লে নিজেকেই সেই গর্তে পড়তে হতে হয়-এটা কেবল প্রবাদ নয় বাস্তব। সুতরাং দেশনেত্রী ও বিএনপিকে নিয়ে চক্রান্ত-ষড়যন্ত্র বন্ধ করুন।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী আরও বলেন, আপনাদের প্রতি দেশের জনগণ এমনিতেই চরম ক্ষিপ্ত। চক্রান্ত করলে জনগণ উপযুক্ত জবাব দেবে। এ সময় তিনি অবিলম্বে খালেদা জিয়াকে সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।

টিএস/বিএস