• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০১৯, ০৬:০৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০১৯, ০৬:০৭ পিএম

শ্রমিক লীগের রায় রমেশ চন্দ্র আর নেই

শ্রমিক লীগের রায় রমেশ চন্দ্র আর নেই
জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র

জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ট্রেড ইউনিয়ন নেতা রায় রমেশ চন্দ্র আর নেই। বুধবার (১৫ মে)  ভোররাতে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মরদেহ বর্তমানে বারডেম হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। তার স্ত্রী ও কন্যা দেশে ফিরলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

রায় রমেশ চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর বুলগেরিয়া, ইতালি ও জাপানে ট্রেড ইউনিয়ন এবং রাজনৈতিক অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। ১৯৮০ সাল থেকে তিনি শ্রমিক আন্দোলনে সম্পৃক্ত হন। তিনি জাতীয় শ্রমিক লীগ ছাড়াও দেশ-বিদেশের একাধিক শ্রমিক সংগঠনের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেন।

জেড এইচ/টিএফ